নবম-দশম শ্রেণিঃ  গণিত সৃজনশীল প্রশ্ন ।


       

এসএসসি শিক্ষার্থীদের জন্য পরামর্শ ঃ


প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, অনেকেই সৃজনশীল গণিত নিয়ে হয়তো অনেক ভয়ে আছ। গণিত বিষয়টি সৃজনশীল হওয়ায় তোমাদের ভয়ের কোনো কারণ নেই। বরং আগের প্রচলিত পরীক্ষা পদ্ধতির তুলনায় বর্তমান সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে গণিতে বেশি নম্বর পাওয়ার অনেক সুযোগ আছে। কারণ আগে যেখানে কোনো অঙ্ক ভুল করলে পুরো নম্বর কাটা যেত। কিন্তু এখন সৃজনশীল গণিতে ধাপ ভিত্তিক নম্বর প্রদান করা হয়। তাই তোমরা প্রতিটি অংশে (ক, খ, গ, ঘ) যে কয়টি ধাপ সঠিকভাবে সম্পন্ন করতে পারবে, সেই কয়টি ধাপের পুরো নম্বরই পাবে। মনে রাখবে, বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পরীক্ষার শুরুতে করতে হবে। তাই নার্ভাস না হয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে সঠিক উত্তরের বৃত্তটি সম্পূর্ণ ভরাট করবে। মনে রাখবে, একই প্রশ্নে একাধিক বৃত্ত ভরাট করা যাবে না।


এসএসসি গণিতের মানবণ্টন:


সৃজনশীল রচনামূলক অংশে বীজগণিত থেকে ৩টি, জ্যামিতি থেকে ৩টি, ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে ৩টি এবং পরিসংখ্যান থেকে দুটি প্রশ্ন থাকবে। বীজগণিত থেকে দুটি, জ্যামিতি থেকে দুটি, ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে দুটি এবং পরিসংখ্যান থেকে একটি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের ৩টি অংশ থাকবে।


সৃজনশীল বহুনির্বাচনী অংশে মোট ৩০টি প্রশ্ন থাকবে। সব প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১।


গণিতে A+ পেতে হলে যা করতে হবেঃ


সৃজনশীল রচনামূলক প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়ার পর ঠিক করবে কোন কোন প্রশ্নের উত্তর ভালোভাবে পার, তা পেনসিল দিয়ে চিহ্নিত করবে। যে প্রশ্নের উত্তরটি সবচেয়ে ভালোভাবে পার, সে প্রশ্নের উত্তর দিয়ে রচনামূলক প্রশ্নের রচনামূলক অংশের উত্তর লেখা শুরু করবে।


অবশ্যই ছয়টি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে। তোমরা ইতোমধ্যে জেনেছ যে, প্রতিটি গণিত সৃজনশীল রচনামূলক প্রশ্নের তিনটি অংশ।


১. 'ক' অংশ- যার উত্তরে কমপক্ষে দুটি ধাপ থাকবে। নম্বর থাকবে (১+১)। একটি ধাপের উত্তর যদি কোনো কারণে ভুল হয়; কিন্তু অন্য ধাপের সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। সম্পূর্ণ উত্তরটি সঠিকভাবে দিতে পারনি বলে আংশিক দেওয়া উত্তরটি কেটে দেবে না। কারণ এ ধাপেও তুমি নম্বর পাবে।


২. 'খ' অংশ- যার উত্তরে কমপক্ষে চারটি ধাপ থাকা বাঞ্ছনীয়। নম্বর থাকবে (১+১+১+১)। অর্থাৎ উত্তরের প্রতিটি সঠিক ধাপের জন্য ১ নম্বর পাবে। আগের পরীক্ষা পদ্ধতিতে প্রশ্নের উত্তর সঠিক না হলে কোনো নম্বর দেওয়া হতো না। কিন্তু বর্তমান সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে উত্তরের প্রতিটি সঠিক ধাপের জন্য ১ নম্বর পাবে।


৩. 'গ' অংশ- যার উত্তরেও কমপক্ষে চারটি ধাপ থাকবে। নম্বর থাকবে (১+১+১+১)। অর্থাৎ উত্তরের প্রতিটি সঠিক ধাপের জন্য ১ নম্বর পাবে।


মনে রাখা প্রয়োজনঃ


* 'ক' অংশের ভুল উত্তর ব্যবহার করে 'খ' অংশের সমাধান যথাযথভাবে করতে পারলে 'খ' অংশের পূর্ণ নম্বর পাবে। 'গ' অংশের জন্য একই নিয়ম প্রযোজ্য।


* কোনো সাজেশন অনুসরণ করবে না। কারণ সৃজনশীল গণিতে সাজেশন অনুসরণ করলে কোনোভাবেই ভালো ফল করা সম্ভব নয়।


* বহুনির্বাচনী অংশের জন্য পাঠ্যবইয়ের খুঁটিনাটি বিষয় পড়তে হবে। কারণ বহুনির্বাচনী অংশে ভালো করতে পারলে A+ পাওয়া সহজ হবে।


* সেট প্রকাশের চিহ্ন, আসন্ন মানের ক্ষেত্রে (প্রায়) এবং একক লিখতে ভুল করলে নম্বর কাটা যাবে।


* একই প্রশ্নের বিভিন্ন অংশের উত্তরে একই চিত্র একাধিক বার অঙ্কন করতে হবে না।

🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩





প্রশ্ন ক্লিয়ার  দেখতে প্রশ্নের উপর ক্লিক করুণ।
অধ্যায়={ ৩} তৃতীয় :



প্রশ্ন ক্লিয়ার  দেখতে প্রশ্নের উপর ক্লিক করুণ।

৪}


প্রশ্ন ক্লিয়ার  দেখতে প্রশ্নের উপর ক্লিক করুণ।

৫=


৬=


৭=


৮=



৯=



১০=


১১=

১২=


১৩=


১৪=

১৫=


১৬=


১৭=

১৮=

অধিক চেষ্টা 

১৯=

২০=

২১=

২২=

২৩=

২৪=

২৫=

২৬=

২৭=

২৮=




২৯=


৩০=


৩১=





প্রশ্ন ক্লিয়ার  দেখতে প্রশ্নের উপর ক্লিক করুণ।








প্রশ্ন ক্লিয়ার  দেখতে প্রশ্নের উপর ক্লিক করুণ।





প্রশ্ন ক্লিয়ার  দেখতে প্রশ্নের উপর ক্লিক করুণ।




প্রশ্ন ক্লিয়ার  দেখতে প্রশ্নের উপর ক্লিক করুণ।
বাকি অংশ কাজ চলছে 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ