‘জ্ঞান অর্জনের চেয়ে গ্রেড পয়েন্ট অর্জনই কি বড়!'

‘জ্ঞান অর্জনের চেয়ে গ্রেড অর্জনই কি বড়!'
‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমেই প্রতিভা ধ্বংসের কারখানায় পরিণত হচ্ছে৷'

আমারব্লগে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এবং অধিকাংশ শিক্ষকের সমালোচনা করে এমন মতই প্রকাশ করেছেন ইমাম উদ্দীন৷ ‘জ্ঞান অর্জনের চেয়ে গ্রেড অর্জনই কি বড়'- শিরোনামের লেখাটিতে তিনি নিজের বক্তব্যের পক্ষে যুক্তিও উপস্থাপন করেছেন৷ তাঁর মতে, ভালো চাকরির নিশ্চয়তা পাওয়ার জন্য পরীক্ষায় ভালো গ্রেড পাওয়া জরুরি৷ আর ভালো গ্রেড প্রাপ্তির আশাতেই বই মুখস্ত, নোট মুখস্ত করে করে প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করে শিক্ষার্থীরা৷ নিজের অভিজ্ঞতার আলোকে ইমাম উদ্দীন চৌধুরী লিখেছেন, ‘সেমিস্টার শেষে সবাই জিজ্ঞেস করে, কিরে, সেমিস্টার ফাইনাল পরীক্ষা কেমন দিলি? রেজাল্ট কবে দেবে? গ্রেড কত পাবি? অথচ আজ পর্যন্ত কাউকে জিজ্ঞেস করতে দেখলামনা যে, কিরে সেমিস্টার শেষে কী কী শিখলি? কী কী জানলি? কী কী বুঝলি? কী কী জ্ঞান অর্জন করলি? আসলে আমাদের শিক্ষাব্যবস্থা এ ধরনের প্রশ্ন করার কোনো সুযোগই রাখেনি, কেননা, এখানে জ্ঞান অর্জনের চেয়ে গ্রেড অর্জনকেই বড় চোখে দেখা হয়৷ এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধভাবে ঘুসের মাধ্যমে অযোগ্য ব্যক্তিকে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হচ্ছে৷ ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমেই প্রতিভা ধ্বংসের কারখানায় পরিণত হচ্ছে৷ কেননা এ জাতীয় শিক্ষকদের প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো, বাণিজ্যিক ভিত্তিতে শিক্ষাদান করে তার (চাকরি পাওয়ার জন্য দেয়া) ঘুসের টাকা উদ্ধার করা৷ যিনি নিজ পকেট থেকে ৩-৪ লক্ষ টাকা খরচ করে শিক্ষকতার চাকরিটা জুটিয়েছেন, তিনি কোন দুঃখে সৎভাবে পড়াবেন!!''

‘‘শিক্ষকদের বদনাম করার জন্য এসব বলছিনা৷ শিক্ষকদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধাবোধ রয়েছে''- এমন দাবিও করেছেন ইমাম৷ এখনো যাঁরা সৎভাবে শিক্ষকতা করছেন তাঁদের প্রশংসা করতে গিয়ে তিনি লিখেছেন,‘‘ আমার দেখা এবং জানামতে এমন অনেক শিক্ষক আছেন যাঁদের গুণের কথা বর্ণনা করার জন্য কর্ণফুলি পেপার মিলের পাশে একটা কলম তৈরির কারখানা স্থাপন করে সেখান থেকে কলম এবং মিল থেকে কাগজ নিয়ে অনবরত লিখতে থাকলেও শেষ করা যাবেনা৷ আমি সেই সমস্ত ফেরেস্তা সমতুল্য শিক্ষকদের জানাই হাজার সালাম৷''

তবে নাতিদীর্ঘ লেখার শেষ অংশে রয়েছে ‘বাণিজ্যিক ভিত্তিতে শিক্ষাদান করেন'' এমন শিক্ষকদের প্রতি ধিক্কার৷ হতাশ ব্লগার তাঁর লেখা শেষ করেছেন প্রশ্ন দিয়ে, সেখানে পাঠকের কাছেই জানতে চেয়েছেন, ‘‘তবে কি আমরা এই সিস্টেম থেকে কোনোদিন বের হতে পারবনা? এভাবেই কি চলবে সব??

কখন আমাদের শিক্ষাব্যবস্থার মূলনীতি হবে, গ্রেড অর্জনের চেয়ে জ্ঞান অর্জনই বড় হবে???''


           গুরুত্বপূর্ণ সাধারণ প্রশ্ন

বিভিন্ন পরীক্ষায় বার বার ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই আসে:


০১ ) ‘ অভিরাম ’ শব্দের অর্থ কি ? ➫ সুন্দর ।


০২ ) ‘ নীপ’ শব্দের অর্থ কি ? ➫ কদম ।


০৩ ) ‘ অর্বাচীন ’ শব্দের অর্থ কি ? ➫ নির্বোধ ।


০৪ ) ‘ সারমেয় ’ শব্দের অর্থ কি ? ➫ কুকুর ।


০৫ ) ‘ হর্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ আনন্দ ।


০৬ ) ‘ কাদম্বিনী ’ শব্দের অর্থ কি ? ➫ মেঘমালা ।


০৭ ) ‘ অপলাপ ’ শব্দের অর্থ কি ? ➫ অস্বীকার ।


০৮ ) ‘ বীজন ’ শব্দের অর্থ কি ? ➫ পাখা ।


০৯ ) ‘ সনাতন ’ শব্দের অর্থ কি ? ➫ চিরন্তন ।


১০ ) ‘ কুটুম্ব ’ শব্দের অর্থ কি ? ➫ আত্মীয় ।


১১ ) ‘ সুধাকর ’ শব্দের অর্থ কি ? ➫ চন্দ্র ।


১২ ) ‘ যুগপৎ ’ শব্দের অর্থ কি ? ➫ একই সময়ে ।


১৩ ) ‘ বিহঙ্গ ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ।


১৪ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।


১৫ ) ‘ সদন ’ শব্দের অর্থ কি ? ➫ নিবাস ।


১৬ ) ‘ অলীক ’ শব্দের অর্থ কি ? ➫ মিথ্যা।


১৭ ) ‘ অবলা ’ শব্দের অর্থ কি ? ➫ নারী ।


১৮ ) ‘ শোণিত ’ শব্দের অর্থ কি ? ➫ রক্ত ।


১৯ ) ‘ নিনাদ ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দ ।


২০ ) ‘ অন্তরায় ’ শব্দের অর্থ কি ? ➫ বাধা ।


২১ ) ‘ আধার ’ শব্দের অর্থ কি ? ➫ আশ্রয় ।


২২ ) ‘ রসাল ’ শব্দের অর্থ কি ? ➫ আম ।


২৩ ) ‘ নীপবৃক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ কদমগাছ ।


২৪ ) ‘ বারিধি ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।


২৫ ) ‘ প্রসবণ ’ শব্দের অর্থ কি ? ➫ ধরনা ।


২৬ ) ‘ আততায়ী ’ শব্দের অর্থ কি ? ➫ গুপ্তঘাতক ।


২৭ ) ‘ চরিতার্থ ’ শব্দের অর্থ কি ? ➫ সফল ।


২৮ ) ‘ জণয়িতা ’ শব্দের অর্থ কি ? ➫ জন্মদাতা ।


২৯ ) ‘ জিগর ’ শব্দের অর্থ কি ? ➫ হৃদয় , মণ , প্রাণ ।


৩০ ) ‘ আঁটশে ’ শব্দের অর্থ কি ? ➫ মাছের আশের গন্ধযুক্ত ।


৩১ ) ‘ মীন সন্তান ’ শব্দের অর্থ কি ? ➫ মাছ ।


৩২ ) ‘ ধোঁয়াশা ’ শব্দের অর্থ কি ? ➫ ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল ।


৩৩ ) ‘ ওয়াগণ ’ শব্দের অর্থ কি ? ➫ মালগাড়ি ।


৩৪ ) ‘ কল্কি ’ শব্দের অর্থ কি ? ➫ তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র ।


৩৫ ) ‘ জনান্তিকে ’ শব্দের অর্থ কি ? ➫ সংগোপনে / জনগণের আড়ালে ।


৩৬ ) ‘ পাটাতন ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা বা জাহাজের কাঠের মেঝে ।


৩৭ ) ‘ পতন্জলি ’ শব্দের অর্থ কি ? ➫ পাণিণি ব্যাকরণের ভাস্যকর ।


৩৮ ) ‘ আরক্ত ’ শব্দের অর্থ কি ? ➫ লালছে ।


৩৯ ) ‘ বর্ষীয়সী ’ শব্দের অর্থ কি ? ➫ অতিশয় বৃদ্ধা ।


৪০ ) ‘ রায়ট ’ শব্দের অর্থ কি ? ➫ দাঙ্গা ।


৪১ ) ‘ এল নিনি ও ’ শব্দের অর্থ কি ? ➫ ক্ষুদে শিশু ।


৪২ ) ‘ বামেতর ’ শব্দের অর্থ কি ? ➫ ডান ।


৪৩ ) ‘ কনক ’ শব্দের অর্থ কি ? ➫ স্বর্ণ ।


৪৪ ) ‘ দিনমনি ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য ।


৪৫ ) ‘ কিরীট ’ শব্দের অর্থ কি ? ➫ মুকুট ।


৪৬ ) ‘ হেমহর্ম ’ শব্দের অর্থ কি ? ➫ স্বনির্মিত অট্টালিকা ।


৪৭ ) ‘ আবিল ’ শব্দের অর্থ কি ? ➫ কলুষিত ।


৪৮ ) ‘ শৃঙ্গধর ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।


৪৯ ) ‘ অবলেপে ’ শব্দের অর্থ কি ? ➫ সগর্বে / সদর্পে ।


৫০ ) ‘ কৌমুদি ’ শব্দের অর্থ কি ? ➫ জ্যোৎনা ।


৫১ ) ‘ কুমুদ ’ শব্দের অর্থ কি ? ➫ পদ্ম ।


৫২ ) ‘ কুন্জর ’ শব্দের অর্থ কি ? ➫ হাতি ।


৫৩ ) ‘ সাদী ’ শব্দের অর্থ কি ? ➫ অশ্বারোহী সেনা ।


৫৪ ) ‘ শূর ’ শব্দের অর্থ কি ? ➫ বীর ।


৫৫ ) ‘ মকর ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।


৫৬ ) ‘ প্রভন্জ ’ শব্দের অর্থ কি ? ➫ প্রবল বায়ু ।


৫৭ ) ‘ নিগর ’ শব্দের অর্থ কি ? ➫ শৃঙ্খল ।


৫৮ ) ‘ বীতংস ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ধরার ফাঁদ ।


৫৯ ) ‘ ভাল ’ শব্দের অর্থ কি ? ➫ কপাল ।


৬০ ) ‘ বারীন্দ্র ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।


৬১ ) ‘ নীবার ’ শব্দের অর্থ কি ? ➫ উড়িধান / তৃণধান্য ।


৬২ ) ‘ আতপ ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য কিরণ ।


৬৩ ) ‘ বহুব্যীহি ’ শব্দের অর্থ কি ? ➫ বহুধান ।


৬৪ ) ‘ কেওয়াট ’ শব্দের অর্থ কি ? ➫ কপাট ।


৬৫ ) ‘ বিরাগী ’ শব্দের অর্থ কি ? ➫ উদাসীন ।


৬৬ ) ‘ প্রাকৃত ’ শব্দের অর্থ কি ? ➫ স্বাভাবিক ।


৬৭ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।


৬৮ ) ‘ প্রথিত ’ শব্দের অর্থ কি ? ➫ বিখ্যাত ।


৬৯ ) ‘ শ্মশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ গোঁফদাড়ি ।


৭০ ) ‘ শ্বশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ শাশুড়ি ।


৭১ ) ‘ গন্ডগ্রাম ’ শব্দের অর্থ কি ? ➫ বৃহৎ গ্রাম ।


৭২ ) ‘ নির্মোক ’ শব্দের অর্থ কি ? ➫ সাপের খোলস ।


৭৩ ) ‘ অভিনিবেশ ’ শব্দের অর্থ কি ? ➫ মনোযোগ ।


৭৪ ) ‘ কপোল ’ শব্দের অর্থ কি ? ➫ গন্ডোদেশ ।


৭৫ ) ‘ মার্জার ’ শব্দের অর্থ কি ? ➫ বিড়াল ।


৭৬ ) ‘ শম ’ শব্দের অর্থ কি ? ➫ শান্তি ।


৭৭ ) ‘ আহব ’ শব্দের অর্থ কি ? ➫ যুদ্ধ ।


৭৮ ) ‘ কুন্ডুয়ান ’ শব্দের অর্থ কি ? ➫ কুন্ডলী পাকান ।


৭৯ ) ‘ আকাল ’ শব্দের অর্থ কি ? ➫ দুভিক্ষ ।


৮০ ) ‘ ওদন ’ শব্দের অর্থ কি ? ➫ ভাত ।


৮১ ) ‘ উর্ণনাভ ’ শব্দের অর্থ কি ? ➫ মাকড়সা ।


৮২ ) ‘ গবাক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ জানালা ।


৮৩ ) ‘ পল্লবগ্রহিতা ’ শব্দের অর্থ কি ? ➫ ভাসা ভাসা জ্ঞান ।


৮৪ ) ‘ কুন্ডলিক ’ শব্দের অর্থ কি ? ➫ অন্যের লেখা চুরি করে নজের নামে যে চালায় ।


৮৫ ) ‘ অভিধান ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দার্থ ।


৮৬ ) ‘ বিবর্ধন ’ শব্দের অর্থ কি ? ➫উত্তেজনা ।


৮৭ ) ‘ বীচী ’ শব্দের অর্থ কি ? ➫ তরঙ্গ ।


৮৮ ) ‘ শম্বর ’ শব্দের অর্থ কি ? ➫ হরিণ ।


৮৯ ) ‘ মকমক ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঙের ডাক ।


৯০ ) ‘ খপোত ’ শব্দের অর্থ কি ? ➫ উড়োজাহাজ ।


৯১ ) ‘ হায়দর ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঘ্র / সিংহ ।


৯২ ) ‘ বহিত্র ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা ।


৯৩ ) ‘ অদ্রি ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।


৯৪ ) ‘ শরণি ’ শব্দের অর্থ কি ? ➫ সড়ক / পথ ।


৯৫ ) ‘ শীকর ’ শব্দের অর্থ কি ? ➫ জলকন্যা ।


৯৬ ) ‘ শীল ’ শব্দের অর্থ কি ? ➫ চরিত্র ।


৯৭ ) ‘ আভরণ ’ শব্দের অর্থ কি ? ➫ অলংকার ।


৯৮ ) ‘ দামিনী ’ শব্দের অর্থ কি ? ➫ বিদ্যুৎ ।


৯৯ ) ‘ বেসাতি ’ শব্দের অর্থ কি ? ➫ কেনাবেচা ।


১০০ ) ‘ সৎকার ’ শব্দের অর্থ কি ? ➫ সমাদর / আপ্যায়ন


ভাষা আন্দোলন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাত্তর নিচে দেওয়া হলো।


১. কত সালে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়? ১৯৫৬ সালে।


২.২১ -শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় কোন সাল থেকে?


,২০০০ সাল থেকে


৩.‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি|'এ গানের গীতিকার কে?


আব্দুল গাফফার চৌধুরী


৪.'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি|'এ গানের ১ম সুরকার কে?


আব্দুল লতিফ


৫.আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি|গানটির বর্তমান সুরকার > আলতাফ মাহমুদ


৬.'সালাম সালাম হাজার সালাম ’ এই গানটির গীতিকার কে?


ফজল এ খোদা



৭.'সালাম সালাম হাজার সালাম ’ এই গানটির সুরকার ও শিল্পী কে?


আ: জব্বার


৮.ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?


আরেক ফাল্গুন


৯. ভাষা আন্দোলন বিষয়ক নাটক “কবর ” লিখেছেন> মুনীর চৌধুরী


১০.“কবর ” নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবে?


২১ শে ফেব্রুয়ারি ১৯৫৪


১১.স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল?


শহীদ মিনার


১২.দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয্ কোথায্?


জাপানে


Sh Sakil


১৩.ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল?


বাংলা একাডেমী


১৪.ভাষা আন্দোলনের মুখপাত্র কোন পত্রিকা?


সাপ্তাহিক সৈনিক


১৫.১৯৫২ সালের ভাষা আন্দোলনের পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন?


খাজা নাজিমউদ্দিন


১৬.১ম কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন কে?


শহীদ শফিউরের পিতা


১৭.'তমুদ্দিন মজলিস’ কত সালে জন্ম লাভ করে?


১৯৪৭ সালের ২রা সেপ্ট:


১৮.বাংলা ভাষা তৎকালীন পাকিস্তান সংবিধানে কত সালে গৃহীত হয় ? ১৯৫৬সালে


১৯.কতো তারিখে “রাষ্ট্রভাষা দিবস” ছিল?


২১ফেব্রুয়ারী,১৯৫২


২০.কেন্দ্রীয্ শহীদ মিনারের স্হপতি কে?


হামিদুর রহমান


২১. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য কতজন শহিদ হন ? : ৪ জন।


২১ শে ফেব্রুয়ারিতে, রফিক,বরকত,জব্বার & আব্দুল সালাম।


২২ ফেব্রুয়ারি : শফিউর,আব্দুল আউয়াল, অহিউল্লাহ & অজ্ঞাত একজন।


সর্বমোট শহিদ হন ৮ জন


২২.রাষ্ট্র ভাষা বংলা চাই এর প্রথম প্রস্তাবক কে ?


দীরেন্দ্র নাথ দত্ত


২৩.জাতীয় শহীদ মিনারের প্রতীকটি কি প্রকাশ করে ?


মা তার সন্তানের মাতৃ ভাষার গল্প শুনাচ্ছে


২৪.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ - এই গানটির গীতিকার কে?


গ)আব্দুল লতিফ


২৫.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ - এই গানটির সুরকার কে?


গ)আব্দুল লতিফ


Sh Sakil


২৬.১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল?


গ. বৃহস্পতিবার



২৭.“এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” - এর রচিয়তা -


মাহবুব আলম চৌধুরী


২৮.কাঁদতে আসি নি,ফাঁসির দাবি নিয়ে এসেছি” কবিতাটি লিখেছেন> মাহবুব আলম চৌধুরী


২৯.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?


১৯৫২ সালে


৩০.১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সনের কত তারিখ ছিল?


৮ ফাল্গুন ১৩৫৯


৩১.কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা?


সিয়েরা লিওন



৩২.জাতীয় শহীদ মিনারের আয়তন ১৫০০ বর্গ ফিট বা ১৪০ বর্গ মিটার,উচ্চতা ৪৬ফিট বা ১৪ মিটার


৩৩.জাতীয় শহীদ মিনার উদ্বোধন করেন বরকতের মা হাসিনা বেগম ,১৯৬৩ সালের ২১ফেব্রুয়ারি।



৩৪.ইউনেস্কো কত তারিখে ২১শে ফেব্রুয়ারীকে আন্তরজাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?


১৭ নভেম্বর, ১৯৯৯


৩৫.২১শে ফেব্রুয়ারীকে আন্তরজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ১ম কয়টি দেশ পালন করে?>১৮৮টি


৩৬.একুশের ১ম সংকলন করেন কে?>হাসান হাফিজুর রহমান


৩৭.“মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা” - কবিতাটি কে লিখেছেন> অতুল প্রসাদ সেন


৩৮.বাংলা একাডেমির চত্তরের মুরাল হল>“মোদের গরব


৩৯.১ম-এ বাংলাদেশের বাইরে কোথায় বাংলা ভাষা শিক্ষা দেয়া হয়?>কানাডার টরেন্টো ইউনিভার্সিটিতে


৪০.কুমড়ো ফুলে নুয়ে পড়েছে লতাটা শীর্ষক কবিতাটি লিখেছেন >


কবি আবু জাফর ওবায়দুল্লাহ।


এই রকম গুরুত্বপূর্ণ বিষয় পেতে আমাকে ফলো করতে পারেন।











একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ